আল্লাহর কাছে সবসময় কল্যাণকর জিনিস চাওয়ার শিক্ষা দিয়েছেন নবীজি (সা.)। নিজের জন্য যেমন কল্যাণের দোয়া করা তেমনি ঘরের সদস্যদের, স্ত্রী-সন্তানের জন্যও দোয়া করা।
হজরত উম্মে সুলায়ম (রা.) থেকে বর্ণিত, তিনি বললেন, হে আল্লাহর রাসুল! আনাস আপনার খাদেম, আপনি আল্লাহর নিকট তাঁর জন্য দোয়া করুন।
তখন নবীজি (সা.) দোয়া করলেন-‘আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফি মা আতাইতাহু’, অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি তাঁর সম্পদ ও সন্তান বৃদ্ধি করে দিন, আর আপনি তাঁকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন।’ হিশাম ইবনে যায়দ (রহ.) বলেন, আমি আনাস ইবনে মালিক (রা.)-কে এ রকমই বর্ণনা করতে শুনেছি। (বুখারি : ১৯৮২; মুসলিম : ২৪৮১)