1. admin@thedailystep.live : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

নতুন পরিচয়ে কেয়া পায়েল

দ্য ডেইলি স্টেপ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৬ বার পঠিত

এই প্রজন্মের দর্শকপ্রিয় ও মডেল-অভিনেত্রীদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। ছোট পর্দার বড় অভিনেত্রী কেয়া পায়েলের বছরজুড়েই থাকে কাজের ব্যস্ততা। যেকোনো উৎসব কেন্দ্র করে সেই ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন এখন ওপরের দিকে। অভিনয় নিয়ে ব্যস্ত এ অভিনেত্রীর এবার ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে। নাম লেখাচ্ছেন ব্যবসায়। খুলছেন নারীদের জন্য বিউটি পার্লার। যেখানে কাস্টমারদের জন্য আধুনিক সব ব্যবস্থা রাখা হবে বলে জানান এ অভিনেত্রী।

কেয়া পায়েল জানান, বর্তমানে তিনি নিজেকে সময় দিচ্ছেন। এ ছাড়া ব্যস্ত আছেন তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। কারণ ১০ জুলাই এর উদ্বোধন। কেয়ার এ প্রতিষ্ঠানের নাম পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালুন। এটি রাজধানীর উত্তরায় অবস্থিত। অভিনয়ের পাশাপাশি কেয়া সব সময়ই এমন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বপ্ন দেখতেন।

এই মডেল-অভিনেত্রী বলেন, ‘অভিনয়ে আমার অসম্ভব ব্যস্ত সময় যাচ্ছে। যার সবকিছুই দর্শকদের ভালোবাসার জন্য। এমন ব্যস্ততার মধ্যেই আমি নাম লেখাচ্ছি মেকওভার অ্যান্ড স্যালুন বিজনেসে। কারণ আমি চাচ্ছিলাম অভিনয়ের পাশাপাশি আমার নতুন আরেকটি পরিচয় হোক। এ ছাড়া এ সেক্টরটাও আমার খুবই পছন্দের। সেখান থেকেই এটি শুরু করা।’

কেয়া আরও বলেন, ‘আমি নিজেও সাজতে ভীষণ ভালোবাসি। সেই জায়গা থেকে মনে হলো ত্বকের যত্ন বা মেকআপের জন্য পার্লারে যেতেই হয়। নিজের যদি একটা পার্লার থাকে মন্দ হয় না। এ ছাড়া অথেনটিক প্রোডাক্ট নিয়েও সংশয় থাকে। সবার স্ক্রিনে কিন্তু সবকিছু যায় না। ভাবলাম এ পার্লার করলে শুটিংয়ের বাইরে সময় কাটানোর একটা জায়গা হবে। পার্লারকে কেন্দ্র করে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারব। তাদের প্রোপার একটা কেয়ার দিতে পারব এর মাধ্যমে।’

কেয়া পায়েলের কাছ থেকে জানা গেল, পার্লারের ইচ্ছাটা আগে থেকেই ছিল। শুটিংয়ের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তাই এবার ঈদের ব্যস্ততার পর বিরতি নিয়ে প্রতিষ্ঠানটি চালু করছেন তিনি। তার হাতে এখন বেশ কিছু নাটকের কাজ রয়েছে। যেগুলোর শুটিং শিগগিরই শুরু করবেন। কেয়া পায়েল বলেন, ‘চেষ্টা করি সব সময় ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। পরিচালকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমাকে আমার মনের মতো গল্পের নাটকে কাজ করার সুযোগ করে দেন। দর্শকের প্রতিও কৃতজ্ঞতা রইল। তাদের ভালোবাসায় প্রতিনিয়তই ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত হই।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ