1. admin@thedailystep.live : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

পাহাড়ে আরবের আলু বোখারা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩২ বার পঠিত
রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ি মাটিতে জন্মাচ্ছে আরবের বিখ্যাত মসলাজাতীয় ফল আলু বোখারা। কাপ্তাইয়ের চন্দ্রঘোনার রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে কৃষিবিজ্ঞানীদের চষ্টোয় গাছে ধরতে শুরু করেছে আলু বোখারা। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সব দেশে অভিজাত মসলা জাতীয় ফল আলু বোখারা কাপ্তাইয়ের সবুজ পাহাড়ি এলাকায় ফলতে শুরু করায় স্থানীয় কৃষিবিজ্ঞানীরা এটিকে তাদের গবেষণার সফলতা হিসেবে দেখছেন।
কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম হারুনুর রশিদ জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে আলু বোখারা একটি দামি ও অতি কম উত্পাদনশীল মসলাজাতীয় ফল।
এই ফলের বৈজ্ঞানিক নাম Prunus domestica, এটি Rosaceae (Rose Family) পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। আলু বোখারা পোলাও, বিরিয়ানি, রোস্ট, সালাদ, জ্যাম, জ্যালি, আচার এবং বোরহানিসহ নানা অভিজাত খাবার তৈরিতে ব্যবহার হয়। বাংলাদেশে এ ফলটি সাধারণত ভারত থেকে আমদানি করা হয়। ভারতের দার্জিলিংয়ের কিছু কিছু এলাকায় আলু বোখারার চাষ হয়।
তবে আলু বোখারা সবচেয়ে বেশি উত্পাদন হয় ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে।

রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদতত্ত্ব) শ্যামা প্রসাদ চাকমা জানান, ইরান থেকে ব্যক্তিগত উদ্যোগে আলু বোখারার বীজ এনে কাপ্তাইয়ে রাইখালীতে ক্ষুদ্রপরিসরে চারা উত্পাদন করা হয়। কৃষি কর্মকর্তাদের গবেষণার মাধ্যমে সফল চষ্টোয় মাত্র তিন বছরে কাপ্তাইয়ে পাহাড়ি এলাকায় আলু বোখারা গাছে ফল ধরানো সম্ভব হয়েছে। গবেষকরা জানান, প্রাথমিক গবেষণায় মনে হয়েছে, কাপ্তাইয়ে পাহাড়ি মাটিতে আলু বোখারার সফল চাষ সম্ভব।
ফলটি অভিজাত এবং বাজারে ব্যাপক চাহিদার পাশাপাশি ফলের অর্থমূল্য বেশি থাকায় এ ফলের বাণিজ্যিক উত্পাদনে কৃষকরা অনেক বেশি লাভবান হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ