1. admin@thedailystep.live : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

ইসকনের বিরুদ্ধে মামলা করে পদ হারালেন বিএনপি নেতা

দ্য ডেইলি স্টেপ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০ বার পঠিত

স্বাধীন বাংলাদেশের পতাকার অবমাননার অভিযোগে ইসকন সংগঠকসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে দলীয় পদ হারিয়েছেন বিএনপি নেতা ফিরোজ খান। তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরী ৫নং মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

চান্দগাঁও থানার সভাপতি মো. আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে শুক্রবার মো. ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ফিরোজ খানকে দেয়া চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাÐে জড়িত থাকার অভিযোগে আপনাকে ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানার বাদী হয়ে ইসকনের সাংগঠনিক সম্পাদক ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন তিনি। ওই মামলায় দুই হিন্দু যুবককে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
মামলায় আসামিদের বিরুদ্ধে নগরীর নিউমার্কেটের জিরো পয়েন্টে স্বাধীনতা স্তম্ভে বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপরে সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ইসকনের গেরুয়া পতাকা উড়ানোর মধ্যদিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্বকে অস্বীকার করার অভিযোগ তথা রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এ মামলা দায়েরের একদিনের মাথায় ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহত দিলো বিএনপি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ